সংবাদদাতা।।
জাতীয় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে নিকলীতে আজ মঙ্গলবার সকাল ১১টায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে র্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি চলাকালীন ব্যান্ড দলের বাজনার তালে তালে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শ্লোগানের পাশাপাশি জয় বাংলা শব্দে মুখরিত হয়ে উঠে সড়কগুলি। নিকলী জিসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে রূপ নেয় র্যালিটি। সমাবেশে দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক, ডেপুটি কমান্ডার বাবু গোপাল দাস, মুক্তিযোদ্ধা হামিদ আলী, আবদুল হামিদ প্রমুখ। উপজেলার সব ইউনিয়ন কমান্ডার, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান-সন্ততিরাও র্যালি ও সমাবেশে যোগ দেন।