আমাদের নিকলী ডেস্ক ।।
পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে পাক সেনাদের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনের ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশনা অনুসরণ করেই তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইউটিউবের প্রতি এই অনুরোধ জানিয়েছেন বলে সরকারের একটি সূত্র জানিয়েছে।
সূত্র আরো বলছে, ইতোমধ্যে আটক পাইলট অভিনন্দনের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী পাকিস্তানে আটক পাইলট অভিনন্দন সংশ্লিষ্ট ১১টি ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউটিউবের পরিচালনাকারী প্রতিষ্ঠান গুগলের একজন মুখপাত্র বলেন, কোনো কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া বৈধ কোনো আবেদন যদি আমাদের নীতির সঙ্গে সংগতিপূর্ণ হয় তবে তা দ্রুত মুছে ফেলা হয়। আমরা এই নীতি মেনে চলি।
তিনি আরও বলেন, কোনো আধেয় গুগল থেকে মুছে ফেলার জন্য সরকারের কাছ থেকে পাওয়া আবেদনের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়।
পাকিস্তানের দাবি তারা ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং অভিনন্দন ভর্তমান ওই বিমানের একজন পাইলট। আটক অবস্থায় অভিনন্দনের বেশকিছু ভিডিও প্রকাশ করে পাকিস্তান। তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে দ্রুত।
অবশ্য আটক থাকা অভিনন্দনকে শুক্রবার মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশনে বক্তৃতাকালে দেশটির প্রধানমন্ত্রী এ কথা জানান।