সংবাদদাতা ।।
ব্যাপক প্রচারণা আর গণসংযোগের শেষে দীর্ঘদিন পর আজ ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে নিকলী পুরান বাজার বণিক সমিতির নির্বাচন। নির্বাচনে বাজার পরিচালনার জন্য ব্যবসায়ীরা তাদের পছন্দনীয় প্রার্থীকে নির্বাচন করবেন। প্রার্থীরা রায় পেতে দ্বারে দ্বারে ঘুরেছেন। পোস্টার করে সমর্থন আদায় ও দোয়া চেয়েছেন। এবার চূড়ান্ত ফলাফলের পালা। ভোট গ্রহণ শেষ। গণণা শেষে আজই জানা যাবে কারা নির্বাচিত হচ্ছেন।
এতে ২২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। সভাপতি পদে কারার মহিউদ্দিন আহম্মদ মোহন (ছাতা), মোঃ তাহের আলী (মোমবাতি), আবদুর রশিদ (সাইকেল); সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম (চেয়ার) ও অমর সাহা (দেয়াল ঘড়ি); সাধারণ সম্পাদক পদে মোঃ জামাল উদ্দিন সরকার (টেলিভিশন), নয়ন সাহা (হরিণ); ক্রীড়া ও সাংস্কৃতিক পদে হৃদয় হাসান (ফুটবল), মোঃ আলী হোসেন (কাপ পিরিচ); কোষাধ্যক্ষ পদে সুভাষ সূত্রধর (মাছ) ও নূরুজ্জামান (মোরগ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য, সহ-সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় গৌতম সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।