আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল ২০১৯) সন্ধ্যায় করিমগঞ্জের তুলশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, করিমগঞ্জের তুলশিয়া এলাকার মেয়েটি শনিবার বিকেলে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় প্রতিবেশি কানন মিয়া কৌশলে মেয়েটিকে মাঠের নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায়।
শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অভিযোগ পেয়ে গতকাল রোববার বিকেলে অভিযুক্ত কানন মিয়াকে আটক করেছে পুলিশ।
সূত্র : সময় নিউজ