নিজস্ব সংবাদদাতা ।।
পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া, কাঠাকান্দি, গোবিন্দপুর, আছানপুরে। ৯ মে সোমবার আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের সংযোগ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন।
দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ ডিজিএম ও দামপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু তাহের হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার সর্বত্র বিদ্যুতায়নের ব্যবস্থা করা হবে। নিকলী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস জানায়, এই উদ্যোগের ফলে নতুন করে দামপাড়া ইউনিয়নের আরো ৬ শত পরিবার বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল নিকলী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ৭ দিনের মধ্যে বিদ্যুতের চলমান সমস্যা সমাধানের ব্যাপারে বিক্ষোভ সমাবেশে বক্তারা কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছিলেন। আল্টিমেটামের ১১ দিন পার হয়েছে। বিদ্যুত সমস্যার কিছুটা উন্নতি হলেও উল্লেখযোগ্য তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বিদ্যুতের এমন অবহেলিত ব্যবস্থাপনায় নানান সমস্যা মাথায় নিয়ে নতুন সংযোগ প্রদান কতটা ফলপ্রসূ হবে, সেটাই এখন দেখার বিষয়।