বিশেষ সংবাদদাতা ।।
একসময় হাওর এলাকায় সবজির খুব আকাল ছিল, সবজির অভাবে হাওরের এলাকার মানুষ শুধু মাছের ঝোল খেত আর এখন এই হাওর থেকেই সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। ধানের উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য কম হওয়ায় মানুষ সবজি চাষের দিকে ঝুঁকছে। অন্যদিকে সবজি বিক্রি করে বেশ লাভ হচ্ছে। নিকলীর গরুছাড়া ঘাট, পোড্ডা বাজার থেকে প্রায়ই ট্রাকে করে বিভিন্ন ধরনের সবজি ঢাকাসহ বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। যেসব সবজি নিকলী থেকে দেশের বিভিন্ন হাট-বাজারে পাঠানো হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মুলা, টমেটো, গোলবেগুন, শসা, খিরাই, মিষ্টিকুমড়া, গোল আলু, মিষ্টি আলু ইত্যাদি। এ ব্যাপারে নিকলী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজয় দেবনাথ বলেন, বর্তমানে অনেক কৃষকই সবজি চাষের জন্য বিভিন্ন পরামর্শ নিতে আমাদের কাছে আসেন, বাজারমূল্য ভালো হওয়াতে কৃষকদের মাঝে সবজি চাষের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
হাওরে বাণিজ্যিকভিত্তিতে সবজি চাষ
