ছড়ার রাজধানী কিশোরগঞ্জে হতে যাচ্ছে ৪র্থ ছড়া সম্মেলন ২০১৬। ৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে সম্মেলনের কার্যক্রম। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সম্মেলন চলবে দিনব্যাপী। আয়োজন করেছে কিশোরগঞ্জ ছড়াকার সংসদ। আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে তিন শতাধিক ছড়াকার-কবি উপস্থিত হবেন। শেষ পর্বে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মৈমনসিংহ গীতিকার অমর উপাখ্যান অবলম্বনে গীতি নৃত্যনাট্য কাজলরেখা পরিবেশিত হবে। পুরো আয়োজন উন্মুক্ত থাকবে সবার জন্য।