প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় নিকলীতে একজন গ্রেফতার

সংবাদদাতা ।।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় নিকলী থানা পুলিশ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি নিকলী সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হারুন অর রশিদ (৪৫)। এ ব্যাপারে নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে হারুন অর রশিদকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ৩ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি-কাম নৈশ প্রহরী আক্কাছ আলী ও পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি-কাম নৈশ প্রহরী সাইফুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত পোস্টার লাগানোর কাজে গিয়েছিল। এদিন নিকলী উপজেলা হাসপাতালের গেটে পোস্টার লাগাতে গেলে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হারুন অর রশিদ তাদের বাধা দেয়। এসময় হারুন প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন। স্কুলের দুই নৈশ প্রহরী আক্কাস ও সাইফুল তাৎক্ষণিক বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঁইয়াকে জানানো হলে তিনি বুধবার রাত ১১টায় হারুন অর রশিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর রাত সাড়ে ১১টায় হাসপাতালের কোয়ার্টার রুম থেকে চালক হারুন অর রশিদকে গ্রেফতার করে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা আমাদের নিকলীকে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন গ্রেফতারকৃত আসামি হাসপাতালের ড্রাইভারকে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!