আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২২ এপ্রিল ২০১৯) রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ময়লার স্তূপ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে একটি কার্টনের ভেতর নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। বিষয়টি পুলিশের নজরে আনা হলে তারা মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, নবজাতকটি ছেলে। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি গোপনে কেউ ময়লার স্তূপে ফেলে রেখে গেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
সূত্র : প্রথম আলো