নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পপি সৌহার্দ্য-এর যৌথ উদ্যোগে গত ২৩ এপ্রিল থেকে রোববার (২৮ এপ্রিল ২০১৯) পর্যন্ত পপি সৌহার্দ্যসহ মেলায় আটটি স্টল স্থান পেয়েছে।
এ সময় পপির উপজেলা সমন্বয়কারী তরুণ বড়ুয়া সাংবাদিকদের জানান আগামী সোমবার শেষ দিনে উপজেলার কারপাশা, ছাতিরচর, দামপাড়া ও সিংপুরে র্যালি অনুষ্ঠিত হবে।
রোববার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসসাদ দ্বীন মাহমুদসহ সকল কর্মকর্তা স্টল পরিদর্শন করেন।