মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের নবনির্মিত হালদা বেড়ি বাঁধ এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম। বৃহস্পতিবার (২ মে ২০১৯) দুপুর ১২টার দিকে তিনি উক্ত বেড়ি বাঁধ এলাকা পরিদর্শন করেন।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, ভাইস-চেয়ারম্যান বাসেক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে মুজিবুর রহমান, সরোয়ার মোর্শেদ, মাসুদ, বক্কর এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সেনাবাহিনীর অফিসার, মাদার্শার ইউপির ৭নং ও ৮নং ওয়ার্ড মেম্বার যথাক্রমে কাজী আবু তালেব, রবিউল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা রোটনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্থানীয়রা বেড়ি বাঁধ এলাকায় লাইটের ব্যবস্থা করার দাবি জানালে উপমন্ত্রী তৎক্ষণাৎ বিদ্যুৎ মন্ত্রীর সাথে ফোনে কথা বলে বেড়ি বাঁধ এলাকার বিশ কিলোমিটার এলাকা জুড়ে স্ট্রিট লাইটের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। এবং বেড়ি বাঁধ নির্মাণের কারণে যেসব জমির মালিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেনাবাহিনীর সার্ভেয়ার দিয়ে সীমানাবিহীন জমি পরিমাপের পর সীমানা নির্ধারণ করে সেসব জমির মালিকপক্ষকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে ও হালদা নদীর ঐতিহ্য রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম।