নার্স তানিয়া ধর্ষণহত্যায় জড়িতদের শাস্তি দাবিতে ধামইরহাটে নার্সদের মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামইরহাট উপজেলার নার্সেস এসোসিয়েশন কর্তৃক এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

১৪ মে সকাল ১১ টায় এসোসিয়েশনের সভাপতি জেলা জনস্বাস্থ্য সেবিকা রাবেয়া বেগমের সভাপতিত্বে উপজেলার প্রধান সড়কে হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তাগন নার্সদের সুরক্ষায় আইন ও কিশোরগঞ্জে নার্স তানিয়া ধর্ষণ পরবর্তী খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Similar Posts

error: Content is protected !!