আপনার স্বাস্থ্যবিষয়ক যে কোনো সমস্যায় সহায়তা দিতে প্রস্তুত আছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকগণ। তাই পরামর্শ পেতে আমাদের লিখুন শনি থেকে বুধবার পর্যন্ত। প্রতি শুক্রবার অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শসহ প্রকাশ করা হবে আমাদের নিকলী.কম-এ।
জানাতে পারেন
১. এফবি একাউন্ট “নিকলীর চোখ”
২. আমাদের নিকলী.কম-এর অফিসিয়াল এফবি পেজ “আমাদের নিকলী”
৩. amadernikli@gmail.com-এ ইমেইল করে।
প্রশ্নের সাথে অবশ্যই আপনার নাম (প্রয়োজনে নাম গোপন রাখা হবে), বয়স, ওজন, উচ্চতা, মোবাইল নম্বর, ইমেইল (যদি থাকে) দিতে ভুলবেন না।