ধামইরহাটে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে সাপের কামড়ে আফরোজা ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার মধ্য রাতে উপজেলার চকময়রাম গ্রামে এই ঘটনা ঘটে। আফরোজা ইসলাম ধামইরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের আব্দুল কাশেম উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে আফরোজা ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে বিষাক্ত সাপ আফরোজা আক্তারের ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলে কামড় দিলে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙ্গে যায়। পরে বিছানায় সাপ দেখে পরিবারের সদস্যদের ডাকেন। এরপর স্থানীয় ওঝা ডেকে এনে ঝাঁরা ফুঁক দিয়ে রোগীর শরীর থেকে বিষ নামানোর চেষ্টা চালানো হয়।

এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আফরোজা ইসলামের ১ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী ছিলেন। আফরোজা ইসলামের এমন মৃত্যুতে পরিবারের ও চকময়রাম গ্রামে বইছে শোকের মাতম।

Similar Posts

error: Content is protected !!