লাখাইয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাইয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ জুলাই ২০১৯) দুপুর দেড়টায় উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা প্রশাসনিক চত্তর থেকে বের হয়।

এতে অংশগ্রহণ করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা বোরহান উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, পজিপ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, বীর মুক্তিযোদ্ধা ও সাদা মনের মানুষ গাজী শাহজাহান চিশতী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহম্মেদ, সাংবাদিক আবুল কাসেম, রফিকুল ইসলাম, নিতেশ দেব, আব্দুল মতিন, সেলিম আহম্মেদ, আশীষ দাশ গুপ্ত, মহিউদ্দিন আহমেদ রিপন ও যায়যায়দিন লাখাই প্রতিনিধি মহসিন সাদেক।

Similar Posts

error: Content is protected !!