“খেলাধুলা পৃষ্ঠপোষকতায় বিত্তশালীদের এগিয়ে আসতে হবে”

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সমবায় ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে ভাল খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভালো খেলাধুলা আয়োজনের পৃষ্ঠপোষকতায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।

শুক্রবার (৬ এপ্রিল) বিকালে চাঁদমুহা হাইস্কুল মাঠে চাঁদমুহা-সরলপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত খেলা পরবর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, জেলা যুবলীগের অন্যতম সদস্য সাজেদুর রহমান সিজু, কামরুল হুদা উজ্জল, যুবলীগ নেতা উজ্জল,পাভেল, ফেরদৌস, গোকুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সফিকুল ইসলাম, সাব্বির হেসেন প্রমুখ।

অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বগুড়া জেলা দল ২-১ গোলে রাজশাহী জেলাদলকে পরাজিত করে ফাইনালে উঠে।

Similar Posts

error: Content is protected !!