ধুলদিয়ায় এসকেভেটর ছিটকে নদীতে, চাপায় মালিকের মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জে নিজের মাটি উত্তোলন ব্যবসার এসকেভেটরের (ভেকুর) নিচে চাপা পড়ে মহসিন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় দিকে জেলার কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজার সংলগ্ন সিংহজানি নদীর ব্রিজের প্রবেশ পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের আবদুস ছালামের ছেলে।

জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি গ্রামের মোশাররফের সঙ্গে মা এন্টারপ্রাইজ নামে মাটি উত্তোলনের এসকেভেটরের (ভেকু) একটি প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন যাবৎ স্থানীয় ফিশারি খনন প্রকল্প চালিয়ে আসছিলেন মহসিন। এ প্রকল্পের জন্য চট্টগ্রাম বন্দর এলাকা থেকে নতুন একটি এসকেভেটর কিনে লরি দিয়ে নিয়ে আসছিলেন। এ সময় এসকেভেটরে বসেছিলেন মহসিন।

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি গ্রামের কাছাকাছি ধুলদিয়া বাজার নদীর ব্রিজের প্রবেশ পথে এসে অন্যান্য যানবাহনকে সাইট দেয়ার সময় লোবট কাত হয়ে পড়ায় এসকেভেটরটি ছিটকে নদীর মধ্যে পড়ে যায়। আর সে এসকেভেটরের নিচে চাপা পড়ে মহসিনের মর্মান্তিক মৃত্যু হয়।

কটিয়াদী থানার ওসি আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বাদ আছর কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি গ্রামের বাগে জান্নাত মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মহসিনের লাশ কুমিল্লার রাজাপুর গ্রামের উদ্দেশে নেয়া হয়েছে।

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!