অষ্টগ্রাম প্রতিনিধি ।।
শুক্রবার ”দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মত কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালিটি যুব উন্নয়ন অফিস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস।
আগত যুবদের উদ্দেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ই.ম. মামুন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাঃ আলমাছ উদ্দিন, সমবায় কর্মকর্তা নাজমুল আলম ভূঁইয়া প্রমুখ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিগণ প্রশিক্ষিত যুবদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন।