মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি ।।
অবৈধভাবে নিজ বাড়িতে টিসিবির পণ্য মজুদ করে রাখার দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নজরুল ইসলাম নামে টিসিবির এক সেলসম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১ মে) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খবিরুল আহসান এ জরিমানা করেন। এ সময় টিসিবি ডিলার বাচ্চু তালুকদারের গুদামঘরটিও সীলগানা করে দেয়া হয়।
জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান কেন্দুয়া থানা পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার বিকালে টিসিবি ডিলারের সেলসম্যান নজরুল ইসলামের সিংহেরগাঁও গ্রামের বাড়িতে এক অভিযান পরিচালনা করেন। এ সময় ওই সেলসম্যান নজরুলের বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৫৩ লিটার তেল, চিনি ১০০ কেজি, ডাল ৭৬ কেজি, ছোলা বুট ১৩৪ কেজি জব্দ করা হয়। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেলসম্যান নজরুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে কথা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান বলেন, এ ঘটনায় ডিলারের সম্পৃক্ততা আছে কিনা- তদন্ত করে দেখা হচ্ছে এবং জব্দকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।