নিকলী উপজেলা ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় করোনা পরিস্থিতির কারণে কর্মহীন দিনমজুর, অটোরিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষের মাঝে বুধবার (১৩ মে) ত্রাণ বিতরণ করেছে নিকলী উপজেলা ছাত্রদল।

বিএনপির দলীয় কেন্দ্রীয় এবং জেলা ছাত্রদলের নির্দেশে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছাত্রনেতা গোলাম রাব্বির রনির ব্যক্তিগত অর্থায়নে এই কার্যক্রমে ৫০টি পরিবারের খাদ্য সহায়তা দেয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা ছাত্রনেতা গোলাম রাব্বির রনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নির্দেশনায় ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে পেরে খুবই ভালো লাগছে। করোনা সংকট যতদিন থাকবে, নিজের সামর্থ্য অনুযায়ী এই কার্যক্রম চলমান রাখতে চেষ্টা করবো।

নিকলী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে ছাত্রনেতা আতিক, শাহাদাত, সাকিব, শান্ত, সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!