লাখাইয়ে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়ম, ডিলারের কারাদণ্ড

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) ।।

লাখাইয়ে ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অনিয়মের দায়ে এক ডিলারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হতদরিদ্র কার্ডধারীদের জন্য ১০ টাকা দরে চাল স্টকে অসঙ্গতি থাকাসহ প্রায় ৩ মেট্রিক টনের মতো চাল গোডাউন থেকে অন্যত্র সরানো হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার উজ্জল আহমেদকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। সেই সাথে তার ডিলারশীপ বাতিল করেন।

বিষয়টি নিশ্চিত করেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার।

ডিলার উজ্জল আহমেদ উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও ২ নং মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মেম্বারের পুত্র।

Similar Posts

error: Content is protected !!