আবদুল্লাহ আল মহসিন ।।
হাওরে লাল মরিচের বাম্পার ফলনে লাল মরিচের ঝলক লেগেছে। একফসলী হাওরের উপজেলা নিকলীর মহরকোনা, পূর্বগ্রাম, কুর্শা, পুড্ডা, জারুইতলা, সাজনপুর, ছেত্রা, গুরুই, ছাতিরছর, জোয়ানশাহী হাওর, সিংপুর, বরাটিয়া, টেঙ্গুরিয়া, নোয়াপাড়া, বড়কান্দা, আলিয়াপাড়া, কামালপুর, দামপাড়া, মজলিশপুর, কারপাশা, জালালপুর, নানশ্রীর হাজারো হেক্টর জমিতে মরিচের আবাদ করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কৃষক জমি থেকে মরিচ সংগ্রহ করে রোদে শুকানোর কাজ করছেন। উপজেলার যে দিকে তাকানো যায় না কেন লাল মরিচের ঝলক দেখতে পাওয়া যায়। কেউ বাড়ির উঠানে, খালি মাঠে অথবা সড়কের পাশে মরিচের পরিচর্যা করছেন। উল্লেখ্য, নিকলীর লাল মরিচের বেশ সুনাম রয়েছে। উৎপাদন থেকে শুরু করে সংগ্রহ পর্যন্ত প্রতিটি স্তরে সর্বোচ্চ যত্ন নেয়া হয়।
হাওরে লাল মরিচের ঝলক
