নিজের বিট থেকে মাদক দূর করতে না পারলে বদলী : নওগাঁ পুলিশ সুপার

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে ১নং বিট পুলিশিং-এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১৩ জুলাই দুপুর ১২টায় ধামইরহাট পৌরসভায় বিট পুলিশিং-এর পৌর কার্যালয় উদ্বোধনকালে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান বিপিএম বলেন, “বিট পুলিশিং অফিসার সংশ্লিষ্ট বিট থেকে মাদক দূর করতে না পারলে তাকে বদলী করে অন্যত্র দেয়া হবে। তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে ১টি করে বিট পুলিশিং কার্যালয়ে ১টি অফিসার ও সহকারী একজন দায়িত্ব পালন করবেন। প্রতিটি বাড়িতে বিট অফিসারের ভিজিটিং কার্ড পৌছে দেয়া হবে।”

ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের সভাপতিত্বে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি (তদন্ত) মাহবুব আলম, ধামইরহাট থানার সেকেন্ড অফিসার ও পৌর বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার এসআই মহসীন আলী, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, কাউন্সিলর মুক্তাদিরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Similar Posts

error: Content is protected !!