আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২০ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ১৯ জুলাই দুপুর ১টায় উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ফলজ ও বনজ ২শত চারা বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা।
এ সময় উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক রাসেল মাহমুদ, ইউনিয়ন দলনেতা আবুল কাশেম, ইউনিয়ন দলনেত্রী জুলেখা বেগম, দলনেত্রী অজিফা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।