চিত্রনায়িকা দিতি আর নেই

ক্যানসারের সাথে যুদ্ধ করে অবশেষে চলে গেলেন দেশিয় চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা দিতি। আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান সাগুফা আনোয়ার এতথ্য নিশ্চিত করেছেন। গত বছরের মাঝামাঝি সময়ে মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে দিতির। তখন চিকিৎসার জন্য তাকে ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নেয়া হয়। সেখানে তিন দফা চিকিৎসা শেষে রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ‘পারকিনসন’ রোগে আক্রান্ত হন দিতি। চিকিৎসকরা জানিয়ে দেন, এই রোগ থেকে কোনোদিনই মুক্ত হবেন না দিতি। বাধ্য হয়েই তাকে নিয়ে গত ৮ জানুয়ারি দেশে ফিরে আসেন মেয়ে লামিয়া ও ছেলে।

দিতির জীবনলিপি ও পারিবারিক কিছু ছবিসহ দেখতে এখানে ক্লিক করুন

diti

ভারতে একটি হাসপাতালে চিকিৎসাকালীন ছেলেমেয়ের সাথে দিতি
ভারতে একটি হাসপাতালে চিকিৎসাকালীন ছেলেমেয়ের সাথে দিতি

Similar Posts

error: Content is protected !!