নিকলীতে দয়াল আনুশাহের ওরস অনুষ্ঠিত

কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।

দীর্ঘ বিরতির পর গত বৃহস্পতিবার (১৮ মার্চ) কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পালাগান অনুষ্ঠিত হয়েছে। পালাগানে অংশ নেন বাউল আলেয়া বেগম এবং কবির সরকার।

নিকলী সদর ইউনিয়নের সোয়াইজনী নদীর উত্তর পা‌ড়ে কারারবা‌ড়ি ব্রিজসংলগ্ন স্থা‌নে দয়াল আনুশাহ-এর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর ভক্ত-অনুরাগীরা প্রতিবছর ওরসের আয়োজন করে থাকেন। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) অনুষ্ঠিত বার্ষিক ওরসে পালাগানে অংশ নেন মাদারিপুরের প্রখ্যাত বাউল শিল্পী আলেয়া বেগম এবং কবির সরকার।

বাংলাদেশ বাউল সমিতির মহিলা সম্পাদিকা বাউল শিল্পী আলেয়া বেগম এসেছিলেন কারার ইকতার আহম্মেদ আরিফের আমন্ত্রণে। নিকলীতে দীর্ঘ বিরতির পর পালাগান হওয়ায় শ্রোতা-দর্শকরা বেশ আনন্দের সাথে উপভোগ করেন।

দয়াল আনুশাহ-এর ২১তম প্রয়াণ দিবসের ওরসে এসে আলেয়া বেগম বললেন, নিকলীর প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার মানুষের আতিথেয়তার কথা বিভিন্ন ইউটিউব চ্যানেল, টিভি, সংবাদপত্রের মাধ্যমে আগে থেকেই জানি। অনেক আগ্রহ থাকা সত্ত্বেও ব্যস্ততার মাঝে আসা হয়ে ওঠে না। এবার আসতে পেরে খুবই ভালো লাগছে। তবে বর্ষাকালের নিকলীকে দেখার আফসোস থেকেই গেলো। আশা করি ভবিষ্যতে আবার সময় করে দেখে যাবো।

Similar Posts

error: Content is protected !!