নিকলীর সাবেক সফল চেয়ারম্যান ছলিমুল হকের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এম ছলিমুল হক সেলিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শুক্রবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নিকলী সদর ইউনিয়নের পূর্বগ্রাম দরগাহহাটির নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের ছাত্রনেতা এ. এম. শামছুল হক সাহেবের বড় ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনী, দুই ভাই, তিন বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নামাজে জানাজা শনিবার (৩ জুলাই) সকাল ৯টায় নিকলী ঐতিহাসিক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে নিকলী দরগাহহাটি কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

নিকলী সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যানের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকাস্থ নিকলী সমিতি ও ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ। নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবারও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

Similar Posts

error: Content is protected !!