রায়নগর ইউপি’র গড়মহাস্থানে চেয়ারম্যান ও মেম্বারপ্রার্থীদের উঠোন বৈঠক

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২নং রায়নগর ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের এখনো মাসখানেক বাকি থাকলেও নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে প্রার্থীদের।

এদিকে গড়মহাস্থান ৯নং ওয়ার্ডে এলাকাবাসীদের নিয়ে ইউপি সদস্য প্রার্থী হিসেবে এলাকাবাসীকে নিয়ে উঠোন বৈঠক করেছেন বেলাল মন্ডল।

মঙ্গলবার ১২ অক্টোবর রাতে গড়মহাস্থান সরকারপাড়া গ্রামে অনুষ্ঠিত এই উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রায়নগর চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি। তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। বিশেষ করে তার কয়েক বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। ভবিষ্যতে চেয়ারম্যান হলে আরও কি কি কাজ করবেন সেটাও জানান দিচ্ছেন।

পরে উপস্থিত ৯নং ওয়ার্ডবাসী চেয়ারম্যান শফি ও ইউপি সদস্য হিসেবে বেলাল মন্ডলকে বিজয়ী করতে অঙ্গিকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলাউদ্দিন, সমাজসেবক মোশারফ হোসেন, সমাজসেবক শাহিনুর ইসলাম শাহিন, আব্দুল হান্নান, মোজাম্মেল, নয়ন, রেজাউল, নাসির উদ্দিন, আব্দুল জলিল, মোতালেব হোসেন, আবু বক্কর সিদ্দিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Similar Posts

error: Content is protected !!