সংবাদদাতা ।।
আজ সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে তিনজন ছাত্রী বজ্রপাতে আহত হয়েছে। তারা আলিয়াপাড়া এ বি নূরজাহান উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রী। এদের মধ্যে তুর্কি (১৫) নবম শ্রেণীতে পড়ে; তার বাবার নাম আফতাব উদ্দিন। নাভানা আক্তার পলি (১৫) ও পপি (১৫) নামে দুই জমজ বোন রয়েছে; তাদের বাবার নাম ডাক্তার আমিনুল ইসলাম আহাদ।
আজ সকালে হঠাৎ করেই আকাশ কালো মেঘ করে বৃষ্টি নামে। স্কুলে যাওয়ার তাড়া থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বাড়ি থেকে বের হতে হয়। নিত্যদিনের মতো এদিনও দলবেঁধে স্কুলে যাচ্ছিলো তারা। নওয়াপাড়ায় টেঙ্গুরিয়া মাদরাসার মাঠে পৌছলে হঠাৎ এক বজ্র এসে পড়ে ছাত্রীদের পাশে। বিকট শব্দে মাটিতে লুটিয়ে পড়ে তারা। নবম শ্রেণীর ছাত্রী তুর্কির শরীরের এক অংশ আগুনে ঝলসে গেছে। বাকি দু’জনের বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তবে মানসিকভাবে তারা কিছুটা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। এলাকাবাসী এসে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ.বি নূরজাহান স্কুলের প্রধান শিক্ষক ফোনে আমাদের নিকলীকে জানান, আহতরা এখন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। একজনের শরীরের কিছু অংশ পুড়ে গেলেও আশঙ্কাজনক নয়।