নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফের নেতৃত্বে শুক্রবার (১৭ মে ২০২৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে উপজেলা আওয়ামী যুবলীগ।
সাবেক ছাত্রলীগ নেতা ও নিকলী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক পদপ্রার্থী কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন মাসুদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সজীব, কারার চমক, ইন্দ্রজিত সূত্রধর, মোঃ দেলোয়ার, ফরিদ উদ্দিন দেওয়ান ও আরো অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর ভূইয়া। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত শোভাযাত্রাটি কারার মীর হোসেন মার্কেট থেকে শুরু হয়ে নিকলীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মার্কেটের সামনে এসে শেষ হয়।