চলে গেলেন পরিচালক শহীদুল ইসলাম খোকন

আমাদের নিকলী ডেস্ক ।।

দেশীয় চলচ্চিত্রের গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্ত্রী জয়া ইসলাম জানান, খোকনের এই কষ্ট আমরা সহ্য করতে পারছিলাম না। অনেক যন্ত্রণা নিয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে মুখগহ্বরে মটরনিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হন তিনি। ওই বছরের ১০ই সেপ্টেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হয়। সেখানে বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা এ রোগের কোন চিকিৎসা নেই বলে তাকে দেশে ফেরত পাঠান। এরপর গত বছরের ৩১শে ডিসেম্বর থেকে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভন্ড’সহ দুর্দান্ত সব চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘রক্তের বন্দি’। এরপর তিনি রুবেলকে নিয়ে নির্মাণ করেন ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্ঠি’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’, উত্থান পতন’ প্রভৃতি ব্যবসাসফল ছবি।

shahidul_islam_khokon

Similar Posts

error: Content is protected !!