জোয়ানশাহী হাওরে বজ্রপাতে নৌকায় জেলের মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের বাজিতপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মেহেদী (২২) নামে এক জেলের নৌকায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৈলাগ ইউনিয়নের জোয়ানশাহী হাওরে এ ঘটনা ঘটে। মেহেদী একই ইউনিয়নের কুকরাখাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবার জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জোয়ানশাহী হাওরের আউনি এলাকায় চাঁই দিয়ে মাছ ধরতে যান মেহেদী। এ সময় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এক সময় বজ্রপাতে মাছ ধরার নৌকাতেই মারা যান মেহেদী।

পরে আশপাশের জেলেরা মৃত অবস্থায় নৌকায় তাকে পড়ে থাকতে দেথে পরিবারে খবর দেয়। এ ঘটনায় বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

সূত্র : জাগোনিউজ২৪

Similar Posts

error: Content is protected !!