বাদরুজ্জামান বাদরুর ইন্তেকাল

দৈনিক নয়াদিগন্তের কিশোরগঞ্জ সংবাদদাতা মো. আল আমিনের চাচাতো ভাই, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাওলানা লোকমান হাকিমের বড় ছেলে বাদরুজ্জামান বাদরু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুরে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা দেড়টার দিকে তিনি মারা যান। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব উরদিঘী দাখিল মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে খয়রত গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক শোক প্রকাশ করেছেন। -কিশোরগঞ্জ সংবাদদাতা

badruzzaman

Similar Posts

error: Content is protected !!