শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৈয়দ আশরাফ

বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ বুধবার এক শুভেচ্ছা বার্তায় নববর্ষকে বরণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আসুন জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সকল সঙ্কীর্ণ ভেদাভেদ ভুলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জেগে উঠি, দিনবদলের সংগ্রামে ইষ্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে নবজাগরণ সৃষ্টি করি; গড়ে তুলি বাঙালি জাতির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সূচিত উন্নয়নের ধারাকে আরও বেগবান করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক, যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন ও সুশাসন প্রতিষ্ঠা করে একটি উদারমুক্ত সহিষ্ণু অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে সার্থকরূপে বাস্তবায়ন করা।’ বাসস

Similar Posts

error: Content is protected !!