মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা ।।
সরারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রামগুলোতে কয়েক ঘন্টাব্যাপী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ধান, পাটসহ সকল আবাদি ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার ১লা বৈশাখ সন্ধ্যার দিকে ইউনিয়নের সকল গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে ও হালকা শিলাবৃষ্টি, মাঝারি বৃষ্টিপাত হয়।
মাঝারি বৃষ্টিপাতে ফসলের উপকার হলেও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে পাকতে শুরু করা ধানসহ পাট, ঢেঁড়স, আখ, কুমড়া, পুঁইশাক ও বিভিন্ন আবাদি সবজি ক্ষেতের ক্ষতি হয়। ফলে প্রান্তিক কৃষকদের চোখে, মুখে আতঙ্কের ছটা দেখা যাচ্ছে। সরারচরের কয়েকটি ওয়ার্ডের গ্রামে ধান কর্তন শুরু হলেও এখনো পুরোদমে ধান কর্তন করেননি কৃষকরা। ফলে মাঠের ধান ক্ষেতগুলোর ধান ঝড়ে নুয়ে পড়লেও শিলাবৃষ্টিতে ধান আংশিক গাছ থেকে পড়ে গেছে। এছাড়াও বাড়ন্ত অবস্থায় থাকা পাট ক্ষেতগুলোর মূলপাতা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঢেঁড়স, পুঁইশাকসহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জানা যায়, সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে পুরানগাঁওয়ে।
ধানের ক্ষয়-ক্ষতির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মো. মনা মিয়া, মো.বাদশাহ মিয়া, মো. মন্টু মিয়া, মো. সুমন মিয়া, রাশেদ মিয়াসহ অনেকেই এ সংবাদদাতাকে জানান, এ সপ্তাহ থেকে ধান কর্তন শুরু করতাম। গত রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি সবার উপরে। যে জায়গায় ৯ মণ ধান হওয়ার কথা ছিল সে জায়গায় ৬ মণ পাওয়া যায় কিনা সন্দেহ।