কোরিয়া যেতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন ২৭ এপ্রিল

nikli korea registration

আমাদের নিকলী ডেস্ক ।।

রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী একমাত্র কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি: (বোয়েসেল) জানিয়েছে, কোরিয়ায় চাকরির জন্য যেতে ইচ্ছুকদের পরীক্ষা রাউন্ডভিত্তিক প্রতি মাসে অনুষ্ঠিত হবে। এপ্রিল ২০১৬ মাসের পরীক্ষা প্রাথমিক রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল বুধবার। সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। অনলাইনে রেজিস্ট্রেশন করতে লগইন করুন www.boesl.org.bd অথবা eps.boesl.org.bd এই ঠিকানায়।

অনলাইন প্রাথমিক রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীর যোগ্যতা ও নিয়মাবলী :
১. কোরীয় ভাষায় দক্ষতাসম্পন্ন, যাদের জন্ম ৬ মে ১৯৭৬ থেকে ৫ মে ১৯৯৮ তারিখের মধ্যে।
২. নতুন পয়েন্ট রিক্রুটমেন্ট পদ্ধতিতে শিল্পখাতে কাজের বাস্তব অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও সনদ থাকতে হবে।
৩. যারা আগে কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি, কোরিয়া থেকে যাদের ফেরত পাঠানো হয়নি।
৪. যাদের ওপর বিদেশ যাত্রায় বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই।
৫. যাদের কালার ব্লাইন্ডনেস ও কালার উইকনেস নেই।
৬. অনলাইন রেজিস্ট্রেশনের সময় মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট নম্বর, নাম, জন্ম তারিখ পাসপোর্টের ছবিযুক্ত অংশের স্ক্যান কপি (৪৫-৬০KB) ও মোবাইল ফোন নম্বর ইনপুট করতে হবে।

প্রাথমিক রেজিস্ট্রেশনে ৬০০০ জনের বেশি সংখ্যক প্রার্থী হলে আগামী ২ মে ২০১৬ সকাল ১০টার পর কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারির মাধ্যমে EPS-TOPIK CBT পরীক্ষায় চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য লটারিতে নির্বাচিত প্রার্থীগণ আগামী ০৫-২০ মে তারিখের মধ্যে মূল পাসপোর্ট ও পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)সহ সশরীরে বোয়েসেল-এ উপস্থিত হয়ে চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় লটারিতে উত্তীর্ণ পাসপোর্ট নম্বরের সাথে মূল পাসপোর্ট নম্বর না মিললে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। চূড়ান্ত রেজিস্ট্রেশনের শিডিউল লটারির দিন বোয়েসেল-এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া EPS-TOPIK CBT 2016-এর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য বোয়েসেলের ওয়েবসাইটে জানা যাবে।

বোয়েসেলের বিজ্ঞপ্তি আরো উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কোরিয়া প্রজাতন্ত্র-এর মধ্যেকার সমঝোতা স্মারক মোতাবেক EPS-TOPIK CBT-এর আওতায় রেজিস্ট্রেশন, পরীক্ষায় পাস এবং জব রোস্টারে নাম অন্তর্ভুক্তি দক্ষিণ কোরিয়াতে চাকরি নিশ্চয়তা বহন করে না।

Similar Posts

error: Content is protected !!