নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সোচ্চার হয়েছেন নিকলী সচেতন নাগরিক সমাজ। ২৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ডিসি বরাবরে স্মারকলিপি ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। ৮ দফা সংবলিত স্মারকলিপির ব্যাপারে হুশিয়ারি উল্লেখ করে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে বিদ্যুতের তেলেসমাতি কাণ্ডের একটা বিহিত না হলে আমরা আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা আশা করবো আমাদের ন্যায্য দাবির প্রতি কর্তৃপক্ষ সুদৃষ্টি দিয়ে শান্তিকামী নিকলী উপজেলাবাসীর কষ্ট লাঘবে সহায়ক হবেন।
বিদ্যুৎ তেলেসমাতি বন্ধ আন্দোলনের আরো কিছু ছবি
