মো.আরিফুল ইসলাম,বাজিতপুর সংবাদদাতা।।
সারাদেশের বিভিন্ন স্হানের ন্যায় বাজিতপুরেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।গতকাল ৩মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় পৌরশহরের পুনবিন্যাস পাঠগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মো. শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের হাওর অঞ্চলের নিজস্ব প্রতিবেদক নাসরুল আনোয়ার,নজরুল ইসলাম বিএসসি,পুর্নবিন্যাস পাঠাগারের সাধারণ সম্পাদক রুহুল আমিন,মাহমুদুল হাসান শিহাব,পুর্নবিন্যাস পাঠাগারের সাংস্কৃতিক সম্পাদক ও ভোরের পাখি সংগঠনের আহবায়ক মোঃ জুবায়ের আহম্মেদ,বন্ধন সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম এখনো শতভাগ মুক্ত নয়। মুক্ত চিন্তা প্রকাশের দায়ে এখনো সাংবাদিকদের উপর নির্যাতন চলছে।চলছে হত্যা ও আক্রমন।বক্তারা সাগর-রুনি হত্যার দৃষ্টান্ত তুলে ধরে তীব্র নিন্দা ও খুনিদের ফাঁসির দাবি করেন।এছাড়াও বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় মানব কল্যাণ তথা মানুষের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের বিকল্প নাই।গণমাধ্যম কর্মীরা কেবল নির্যাতনে শিকার হচ্ছেন তা নয়। অবিরত শ্রমশোষণের শিকার হচ্ছেন। অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে তাদের।এ সংস্কৃতির পরিবর্তন হওয়া জরুরি বলে মনে করেন বক্তারা।