নিজস্ব প্রতিবেদক ।।
সারাদেশে একযোগে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল আজ ১১ মে বুধবার ২টায় প্রকাশিত হয়। ফলাফল ও জিপিএ ৫-এ উপজেলার দশটি মাধ্যমিক স্কুল ও পাঁচটি মাদ্রাসার মাঝে শীর্ষে আছে ভাটির প্রাচীন বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
স্কুলের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ জানান, এ বছর ১৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪৩ জন পাস করেছে। এর মাঝে ১ জন গোল্ডেন এ প্লাসসহ মোট ১২ জন এ প্লাস অর্জন করে। এ ছাড়া উপজেলার শহিদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয় ৬জন, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয় ৮ জন, আলিয়াপাড়া এ বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয় ২ জন, মজলিশপুর শহিদ স্মৃতি উচ্চবিদ্যালয় থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
উপজেলার ৫টি দাখিল মাদ্রাসা থেকে কেউ এ প্লাস পায়নি। টেঙ্গুরিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ইয়াহিয়া জানান, উপজেলার ৫টি দাখিল মাদ্রাসা থেকে ১৪০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৩৭জন পাস করে। তবে কেউ এ প্লাস অর্জন করতে পারেনি। মাদ্রাসার এমন ফলাফলে সচেতন অভিভাবকরা হতাশা প্রকাশ করছেন।