নিজস্ব প্রতিবেদক ।।
স্কুল অব আর্ট-এর শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে পুরস্কার প্রদান, বনভোজন ও ডিজিটাল শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয় ১৩ মে শুক্রবার। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কোমলমতি শিশুদের পদচারণায় স্কুল প্রাঙ্গন হয়ে ওঠে মুখরিত।
অনুষ্ঠানমালার প্রথমেই ছিলো স্কুলের শিক্ষার্থী ও আমন্ত্রিতদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিকলী সদর ইউনিয়নের বড়হাটিতে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুলটির প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বিষয়ভিত্তিক প্রত্যেক শিক্ষার্থীর গড় নম্বর প্রায় ৯৫।
দ্বিতীয় পর্যায়ে ছিলো ডিজিটাল শ্রেণিকক্ষ উদ্বোধন। জানা যায়, নিকলীতে কিন্ডারগার্টেন স্কুলে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদানের প্রক্রিয়ায় স্কুল অব আর্ট-এর এই উদ্যোগই প্রথম। বর্তমান ডিজিটালাইজেশন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতির সাথে পরিচিতি দানই এর মূল লক্ষ্য।
শেষ পর্যায়ে ছিলো বনভোজন ও মেধা ক্রমানুসারে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান। প্রতিটি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেয়া হয় বিশেষ পুরস্কার। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীকে প্রদান করা হয় সান্ত্বনা পুরস্কার।
স্কুল অব আর্ট-এর পরিচালনায় রয়েছেন খাইরুল মোমেন স্বপন; নিকলীতে আঁকিয়ে হিসেবে রয়েছে সুখ্যাতি। নিকলীতে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠার বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন সম্পর্কে কথা হয় তার সাথে। তিনি জানান, কিন্ডারগার্টেনের প্রচলিত সকল সুযোগ-সুবিধাসহ আমার স্কুলে অতিরিক্ত কিছু বিষয় যোগ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : অঙ্কণ, গান, নাত, মাসিক নিয়মিত স্বাস্থ্যসেবা, তুলনামূলক দুর্বল শিক্ষার্থীর জন্য রিজার্ভ টিচার সুবিধা, খেলাধুলার জন্য প্লে সেন্টার, আইকিউ বৃদ্ধির জন্য প্রতি বৃহস্পতিবার নিয়মিত বিশেষ ক্লাসের ব্যবস্থা। এককথায়, আধুনিক সুবিধা সম্বলিত নিকলীর ব্যতিক্রমী এক শিক্ষা প্রতিষ্ঠান “স্কুল অব আর্ট”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন আক্তার। অতিথি হিসেবে আরো ছিলেন বাসদ নিকলী উপজেলা শাখার সমন্বয়ক আসাদুজ্জামান সেলিম, জাহাঙ্গীর হোসেন, পল্লব দেবনাথ, আমাদের নিকলী ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক আজমল আহছান প্রমুখ। অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় উল্লেখ করেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে স্কুল অব আর্ট-এর ব্যতিক্রমী উদ্যোগ স্বাভাবিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শৈল্পিক মনন সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। নাগরিক সুবিধাবঞ্চিত নিকলীতে আধুনিক ও মননশীল শিক্ষা ব্যবস্থার সাথে শুরু থেকেই শিক্ষার্থীদের পরিচয় ঘটাতে স্কুল অব আর্ট অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের শিক্ষক কারার হিমেল।