মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছে ১১৪ জন শিক্ষার্থী। বরাবরের মতো জিপিএ-৫ সহ পাসের হারে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে স্বনামধন্য বিদ্যাপীঠ আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ। উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এবারো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এসএসসিতে শতভাগ পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।
জিপিএ-৫ এ শীর্ষে থাকা আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের পরেই আছে ভাগলপুরের আরেক বিদ্যাপীঠ বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরে ৩য় স্থানে আছে বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট বালক উচ্চ বিদ্যালয়। জিপিএ ৫ পেয়েছে ২০জন। এর পরেই আছে বাজিতপুরে উচ্চশিক্ষা বিস্তারের অন্যতম বিদ্যাপীঠ, ৯৬ বছরে পা রাখা ঐতিহ্যবাহী সরারচর শিবনাথ বহুমুখি উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ পেয়েছে ৬ জন। ক্রম অনুযায়ী সরারচর শিবনাথ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পরেই স্হান ৫ নম্বরে রাজ্জাকুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ জিপিএ-৫ ৫ জন। ৪জন জিপিএ-৫ নিয়ে ৬ষ্ঠ স্হানে হিলচিয়া উচ্চ বিদ্যালয়। ৭ম স্হানে হালিমপুর উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ ২ জন।