নিজস্ব প্রতিবেদক ।।
মোহরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল সদস্যদের অংশগ্রহণে “স্কুল স্যানিটেশন ও হাউজহোল্ড হাইজিন এডুকেশন”-এর ওপর ১৫ মে রোববার দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিলো প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।প্রশিক্ষণ সহায়ক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম এবং নিকলী সদর ইউনিয়নের ওয়াশ ফেসিলিটেটর মো: এমদাদুল হক।
আরো উপস্থিত ছিলেন ওয়াশ কো-অর্ডিনেটর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নিকলী উপজেলা শাখা মো: ইকবাল হোসাইন। তিনি বলেন, কোমলমতি শিশুরা খুব দ্রুত বিষয়টি আত্মস্থ করতে সক্ষম হয়েছে। তারা নিজ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং ক্যাচমেন্ট এলাকার মানুষের স্বাস্থ্যভ্যাসের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।