নিকলীতে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৩ ও সাধারণ বৃত্তি ২৫

নিজস্ব প্রতিবেদক ।।
আজ ২৫ মে বুধবার জেএসসি ২০১৫ সালের বৃত্তির ফলাফল প্রকাশ হয়েছে। নিকলী উপজেলার ৯টি মাধ্যমিক স্কুল থেকে ৬টি স্কুলের মোট ৩৮ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে। এতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৩ জন, আর সাধারণ বৃত্তি পেয়েছে ২৫ জন।

নিকলী জিসি পাইলট স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৩জন হলো : রাজু আহম্মেদ, আব্দুস সামাদ ও আরাফাত। সাধারণ বৃত্তি প্রাপ্ত ৩জন হলো : কামরুল হাসান, তুহিন আলম ও আলী হোসেন। শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ ৬ জন বৃত্তিপ্রাপ্ত হলো : সাদিকা তাপসিয়া অনন্য, কারার দূররে হায়াত আনতা, পূজা দেবনাথ, সাদিয়া, আকিদা হোসেন রওজা। ট্যালেন্টপুলে পেয়েছে মেশকাতুল মাহজাবীন দিশারী। দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ৪জন; বৃত্তি প্রাপ্তরা হলো মোঃ রবিন, মোঃ রাকিবুল হাসান, কনিকা ও লিজা আক্তার। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো আশিক আহমেদ রাতুল ও স্বর্ণ সূত্রধর।

Similar Posts

error: Content is protected !!