কটিয়াদীতে বিশেষ অভিযান দুই নারীসহ চারজন গ্রেফতার

police action

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী মুর্শেদা (৩০), মনি (৩০), সোহেল (৩০) ও আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের প্রধান সাগর (৩৫) সহ চারজনকে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ।

জানা যায়, শনিবার ১১ জুন পুলিশের বিশেষ অভিযানে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের দড়ি চরিয়াকোনা নামক স্থানে তল্লাশি চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মুর্শেদা ও মনি বেগম নামক দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের পেটের সাথে বাধা দুই কেজি গাঁজা জব্দ করে পুলিশ। একই গ্রামের সোহেল নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

অপর এক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের প্রধান সাগরকে মসূয়া তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। এ সময় তিনটি লাইসেন্সবিহীন মোটর সাইকেল উদ্ধার করে।

কটিয়াদী থানার ওসি আঃ ছালাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে। সাগরের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!