নিজস্ব প্রতিনিধি ।।
ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ একটি গতিশীল ছাত্র সংঘ; যা পরিচালিত হচ্ছে নিকলীর কিছু মননশীল ও মেধাবী ছাত্রছাত্রীদের দ্বারা। যার পথচলা শুরু হয় ২০১১ সালের শুরুর দিকে। প্রতিবছরের মতো আগামী ২৪ জুন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute of Education and Research (IER) প্রাঙনে ঢাকায় অবস্থানরত নিকলী উপজেলার ছাত্রছাত্রীদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ঢাকায় পড়াশোনা করছে এমন নিকলীর সকল ছাত্রছাত্রীকে উপস্থিত থাকার জন্য ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ-এর পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সংগঠনটির দায়িত্বশীলরা।
ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ-এর যাবতীয় খবরাখবর নিয়মিত আপডেট পেতে সংগঠনের ফেসবুক আইডিতে যুক্ত থাকারও আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।