নিজস্ব প্রতিবেদক ।।
ঢাকার গুলশান আর্টিজান বেকারি ও শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে জঙ্গী হামলার প্রতিবাদ জানিয়ে নিকলীতে জঙ্গীবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ করে।
এ সময় বিক্ষোভে নেতৃত্ব প্রদান করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা চলমান জঙ্গী হামলার কঠোর সমালোচনা করে বলেন, দেশকে জঙ্গীমুক্ত করতে আওয়ামীলীগ নেতা-কর্মীদের কাজ করে যেতে হবে।