আমাদের নিকলী ডেস্ক ।।
২০১৪ সালের ৩০ জুন নিকলী উপজেলা সদরে নির্মাণ করা হয় কিশোরগঞ্জের একমাত্র আবহাওয়া অফিস। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও উদ্বোধন করা হয়নি অফিসটি। যে কারণে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি।
নিকলী আবহাওয়া অফিস সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার মধ্যে ৪ উপজেলা (নিকলী-অষ্টগ্রাম-মিঠাইন-ইটনা) হাওর এলাকা। এসব জেলার আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার তথ্য আদান-প্রদান করতে নিকলী উপজেলা সদরে দুই একর জায়গার মধ্যে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হয় নিকলী আবহাওয়া অফিস। নির্মাণ ব্যয় ছাড়াও আবহাওয়া অফিসের যন্ত্রপাতি ক্রয় ও প্রতিস্থাপনে ব্যয় হয় আরও প্রায় ১ কোটি টাকা।
প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নিকলী আবহাওয়া অফিসটি উদ্বোধন করা হয়নি আজও। এতে করে দুই বছরেও লোকবল না থাকায় নষ্ট হচ্ছে নিকলী আবহাওয়া অফিসের যন্ত্রপাতি।
নিকলী আবহাওয়া অফিস পরিচালনার জন্য পদ রয়েছে ৮টি। কিন্তু এখানে সিনিয়র অবজারভার পদে রয়েছেন ১ জন, টেলি প্রিন্টার সুপার পদে ১ জন ও বেলুন মেকার পদে রয়েছেন ১জন। বাকি ৫টি গুরুত্বপূর্ণ পদ এখনো খালি রয়েছে। এছাড়াও নেই কেয়ারটেকার, নেই গেটম্যান।
নিকলী আবহাওয়া অফিসে গিয়ে দেখা যায়, নিকলী উপজেলা সদরের ৫ কিলোমিটার এলাকা জুড়ে বেড়িবাঁধ। বেড়িবাঁধের পাড়েই নিকলী উপজেলা অফিস। উপজেলা অফিসের পাশেই ২ একর জায়গা জুড়ে নিকলী আবহাওয়া অফিস। নিকলী আবহাওয়া অফিস চত্বরে ঢুকতেই চোখে পড়ে ৩ তলার একটি ভবন। এ ভবনের ভেতরে আবহাওয়া অফিসের প্রশাসনিক কার্যক্রম হওয়ার কথা। কিন্তু বর্তমানে কোনো ধরনের কার্যক্রম নেই। এ তৃতীয় ভবনের ছাদে স্থাপন করা হয়েছে ৩টি যন্ত্র (বাতাস পরিমাপক যন্ত্র, বাতাসের দিক নিয়ন্ত্রক যন্ত্র এবং সান শাইন রেকর্ডার)।
প্রশাসনিক ভবনের পাশে খোলা মাঠে লোহার বেষ্টনী দিয়ে নির্মাণ করা আনক্লোজার এরিয়া (ভেতরে আবহাওয়া যন্ত্রপাতি)। আনক্লোজার এরিয়ার ভেতরে ঢুকে দেখা যায় ৩টি ট্রান্সমিটার, বৃষ্টি পরিমাপক যন্ত্র, সোলার রেডিওশন, বড় আকারের কয়েকটি থার্মোমিটার এবং একটি অটোমেটিক ওয়েদার স্টেশন।
নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার ও ভারপ্রাপ্ত উচ্চ পর্যবেক্ষণ কর্মকর্তা আক্তার ফারুক বলেন, ‘আমাদের অফিসের প্রয়োজনীয় যন্ত্রপাতি সবকিছুই রয়েছে শুধু থার্মোগ্রাফ ও হাইগ্রোগ্রাফ যন্ত্র ছাড়া। এ দুটি যন্ত্র ছাড়াও আবহাওয়া অফিস চালানো যায়। কিন্তু আমাদের অফিস চালানোর জন্য লোকবল নেই।
তিনি আরও বলেন, এরই মধ্যে পড়ে থেকে নষ্ট হওয়ার পথে রয়েছে সোলার রেডিওশন যন্ত্রটি।
এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুব আলম বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠা হওয়ার দুই বছরেও নিকলী আবহাওয়া অফিসের উদ্বোধন হয়নি। তাই এ অফিসে লোকবল নেওয়া হচ্ছে না।
সূত্র : দুই বছরেও উদ্বোধন হয়নি নিকলী আবহাওয়া অফিস, বাংলানিউজ২৪