মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
দেশ বিদেশের অন্যান্য স্থানের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
১৫ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির আওতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ-নমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় ভাটি এলাকায় উচ্চশিক্ষা বিস্তারের সিংহদ্বার বলে খ্যাত বাজিতপুরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাজিতপুর কলেজে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলেজ পরিবার কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। কলেজ গভনিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্য্ক্ষ আ. কা. মো গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান, প্রভাষক রফিকুল ইসলাম, এড. গাজী এনায়েতুর রহমান, মুক্তিযোদ্ধা এড. আব্দুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে বাজিতপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইরান আহম্মেদ বিল্লাল ও সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ মিঠুর নেতৃত্বে কলেজ শাখা ছাত্রলীগ একটি বিশাল শোক র্যালি বের করে সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনকে স্বাগতম জানায় এবং কলেজ প্রবেশ করে অতিথিবৃন্দ বাঙ্গালি জাতির অসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন।
সকল কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।