মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দিন যতই যাচ্ছে ততই বেড়ে চলেছে লোডশেডিংয়ের মাত্রা। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে উপজেলার বিপিডিবি ও পল্লী বিদ্যুতের প্রায় বিশ হাজার গ্রাহক। এর সাথে সাথে অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে চরম বিপাকে পড়ছে স্কুল, কলেজ, মাদ্রাসাপড়ুয়া পরীক্ষার্থীসহ দুই শতাধিক টেলিকম ব্যবসায়ীরা।
বিদ্যুতের চলমান পরিস্থিতি সম্পর্কে কয়েকজন গ্রাহকের সাথে কথা হলে তারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে আমরা দিনে ৬ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছি না। আবার এ ৬ ঘণ্টার ভেতরে যদি বিদ্যুৎ আসে ভেল্কিবাজি করছে অহরহ। বিদ্যুতের কারণে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। এমনকি এর সাথে লো ভোল্টেজের কারণে ইলেকট্রনিক সামগ্রীও বিকল হয়ে পড়ছে। বিদ্যুতের এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা।
এছাড়াও এইচএসসি ২য় বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থী জানান, প্রতিদিন দিনের বেলায় খুব কম সময়েই বিদ্যুৎ থাকে। তবে সন্ধ্যা হতে না হতেই বিদ্যুৎ চলে যায়। পরে কয়েক ঘণ্টা চলে গেলেও বিদ্যুৎ আসে না। অনেক দিন রাত ১২টা আগে আর আসে না। এতে তার পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে বলে সে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে বাজিতপুর (সরারচর) বিপিডিবি’র অফিসে যোগাযোগ করতে চাইলে টুল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।