মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলায় বাজিতপুর কলেজের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ১২ নভেম্বর শনিবার সকালে কিশোরগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন (এমপি) কলেজ সীমানা প্রাচীর নির্মাণ কাজ, দীর্ঘ প্রতিক্ষিত বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী নিবাস এবং আইসিটি সুবিধা সংবলিত নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন।
এর আগে সংসদ সদস্য আলহাজ্ব মো.আফজাল হোসেন কলেজ সীমানায় পৌঁছালে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে তাকে কলেজ প্রাচীরে নিয়ে আসে বাজিতপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইরান আহম্মেদ বিল্লাল ও সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ মিঠুর নেতৃত্বে বিশাল এক কর্মী মিছিল। কলেজ প্রাচীরে প্রবেশের পর সংসদ সদস্যকে কলেজ বিএনসিসি দল সালাম প্রদর্শন করে। পরে ফুল দিয়ে প্রধান অতিথিসহ অন্য অতিথিদের বরণ করে নেয় বাজিতপুর কলেজের গভর্নিং বডির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এরপর একে একে বাজিতপুর কলেজ সীমানা প্রাচীর নির্মাণ কাজ, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী নিবাস এবং আইসিটি সুবিধা সংবলিত নতুন ভবনের উদ্বোধন করেন আলহাজ্ব মো. আফজাল হোসেন এমপি।
সবশেষে কলেজ পরিবারের আয়াজনে গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মস্তু মিয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. কা মো. গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় বাজিতপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।